খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম (এএফডব্লিউসি, পিএসসি) বাসযোগ্য খুলনা গড়ার দৃঢ় মনোভাব পোষণ করে ভবন মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেডিএ’র সকল আইন মেনে ভবন নির্মাণ করবেন। তাতে ইহকালে ও পরকালেও শান্তিতে থাকতে পারবেন। নকশা অনুমোদন করতে কেডিএ’র ওয়েভ সাইড দেখে বিষয়টি বুঝে আবেদন করতে পারেন। স্বল্প সময়ের মধ্যে আমরা নকশা অনুমোদন দিয়ে দিব।
অনুমোদিত নকশা গ্রহণকারী এবং নকশা প্রণয়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে রোববার সকালে কেডিএ মিলনায়তনে মতবিনিময়কালে চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, আপনার একটি ভবনের পিছনে কোটি টাকা খরচ করে টেনশনে থাকবেন কেন। ইমারত নির্মাণ আইন মেনে ভবন নির্মাণ করলে আপনার শান্তিতে থাকতে পারবেন। তা না হলে যে কোন দিন আপনার ভবন ভাঙ্গার জন্য কেডিএ আপনার বাড়ির সামনে হাজির হবে। কেডিএ’র কতিপয় লোক আপনাদের অবৈধভাবে ভবন নির্মানের জন্য উৎসাহিত করতে পারে। আপনারা তা শুনবেন না। প্রয়োজনে আপনারা চেয়ারম্যানের কাছে আসতে পারেন পরামর্শ নেয়ার জন্য।
তিনি আরো বলেন, জলাশয় ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করে বাড়ি করলে নকশা দেয়া হবে না। কেডিএ’র বিধি নিষেধ ও কার্যক্রম দেখার জন্য ওয়েভ সাইট ভিজিট করার জন্য তিনি অনুরোধ জানান। এমন কি চেয়ারম্যান সভা চলাকালে কেডিএ’র ওয়েভ সাইট ভিজিট করে কেডিএ’র বিস্তারিত কার্যক্রম দেখান।
গতকাল তিনি ৬৯ জন ভবন মালিককে অনুমোদিত নকশা নিজ হাতে বিতরণ করেন। এ সময় কেডিএ’র সচিব মোঃ বদিউজ্জামান, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

