
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) খুলনা জেলা সভাপতি ডা: মনোজ দাস ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত অর্থ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ডা: এস এম ফরিদুজ্জামান, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, খুলনা মহানগরের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সদস্য সচিব অ্যাড. প্রীতিশ মন্ডল, মহানগর টি.ইউ.সি সভাপতি রঙ্গলাল মৃধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত মন্ডল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা শিফাত তানভীর এবং সাবেক নেতা হাসান মাহমুদ বাবু প্রমুখ।