খুলনা বিভাগে ন্যস্ত ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নতুন যোগদানকৃত (শিক্ষানবিশ) সহকারী কমিশনারদের উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি গতকাল সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃপক্ষ এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
প্রধান নির্বাহী কর্মকর্তা নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নগর ভবনে স্বাগত জানান এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানটিকে খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা হিসেবে উল্লেখ করে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনসেবার ব্রত নিয়ে কাজ করার জন্য আগত নতুন কর্মকর্তাদের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, ২৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে আগত কর্মকর্তাগণ হলেন মোহাম্মদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার। পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়।
কেসিসি’র সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, বাজার সুপারিনটেনডেন্ট শেখ শফিকুল হাসান দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ সেলিমুল আজাদ, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মোঃ ইমরুল হাসান, কর নির্ধারক মোঃ নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


