আসন্ন জাতীয় গণভোটের জন্য ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নূরজাহান বেগম বলেন, ‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, ততই অশুভ ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।’
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘গণভোট কোনো দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই গণভোটের মাধ্যমে দেশের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা প্রতিটি ভোটারের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।’
এর আগে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সভায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে, সরকারি দপ্তরের পাশাপাশি এনজিওগুলোকেও গণভোটের প্রচারণায় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যেকোনো গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়াও নির্বাচনকেন্দ্রিক কোনো গুজব থাকলে, সেগুলো সঙ্গে সমাধানের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



