চলমান যুদ্ধবিরতিতে গাজার আইনশৃঙ্খলা রক্ষা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা স্থিতিশীলকরণ বা আন্তর্জাতিক বাহিনীতে যোগদান করা নিয়ে নেতিবাচক অবস্থানে আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ও অংশীদার সংযুক্ত আরব আমিরাত। গাজা স্থিতিশীলকরণ বাহিনীতে যোগ না-ও দিতে পারে দেশটি।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের উপদেষ্টা আনোয়ার গারগাশ আজ রাজধানী আবুধাবিতে এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত এই বাহিনী নিয়ে পরিষ্কার ফ্রেমওয়ার্ক দেখতে না পাওয়ার কারণেই এই অবস্থান নিয়েছে আমিরাতের সরকার।
“প্রস্তাবিত স্থিতিশীলকরণ বাহিনী নিয়ে এখনও আমিরাত কোনো পরিষ্কার ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতি যদি চলে— সেক্ষেত্রে সম্ভবত আমিরাত এই বাহিনীতে অংশ নেওয়া থেকে বিরত থাকবে”, বলেছেন গারাগাশ।
গত ২৯ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন যে প্রস্তাব পেশ করেন ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তাতে সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।
২০০৬ সালের নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন আছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। তবে এখনই এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে হামাস।
ট্রাম্প যদিও বলেছেন যে গাজা স্থিতিশীলকরণ বাহিনীতে বহু দেশ সেনা পাঠানোর আগ্রহ জানিয়েছে, তবে বেশ কয়েকটি মুসলিম দেশ বলেছে, গাজায় সেনা পাঠানোর অর্থ যদি হয় হামাসের সঙ্গে যুদ্ধ করা— তাহলে তারা সেনা পাঠাতে আগ্রহী নয়।


