গ্রিনল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ লেন্ডরি বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হওয়া উচিত এবং এটি হবেই। সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে ‘সিরিয়াস’।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বর্তমান পরিস্থিতির নিরসন হলে গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হওয়া উচিত এবং এটি হবেই।”
ট্রাম্প ডেনমার্কের কাছে নিজের শর্ত জানিয়ে দিয়েছেন উল্লেখ করে এ মার্কিন কর্মকর্তা বলেন, “আমি মনে করি তিনি তার শর্ত স্পষ্ট করে দিয়েছেন। ডেনমার্কের কাছে তিনি কী চাইছেন তা তাদের জানিয়ে দিয়েছেন। এখন পরবর্তী কাজ হলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মাধ্যমে চুক্তিতে পৌঁছানো।”
আগামী মার্চে ডেনমার্সের এই স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত এক কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। বরফবেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্বশাসিত অঞ্চল। কিন্তু ট্রাম্প এখন এটি যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে।


