ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জানালেন, তিনি ইচ্ছা করলেই এক বছরে ১০ থেকে ১৫টি সিনেমা করতে পারতেন। কিন্তু বেছে বেছে মানসম্মত কাজ করাই তার লক্ষ্য।
এক সাক্ষাৎকারে মিম বলেন, “আমি সংখ্যার পেছনে ছুটিনি, বরং চেয়েছি চরিত্রের গভীরতা ও স্ক্রিপ্টের মান ধরে রাখতে। অনেক প্রস্তাব এলেও নিজেকে সংযত রেখেছি শুধুই দর্শকদের জন্য।”
এই কথার মধ্য দিয়ে বোঝা যায়, ক্যারিয়ারের নির্ধারিত গতির বাইরে গিয়ে দায়িত্বশীলতার সঙ্গেই পা ফেলেছেন মিম। নিজের জায়গায় থেকে শিল্পের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন তিনি।
বর্তমানে মিম নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনায় রয়েছেন। শোনা যাচ্ছে, আসন্ন এক আন্তর্জাতিক মানের সিনেমায় তাকে দেখা যেতে পারে একজন সাংবাদিকের ভূমিকায়।