লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহর মনের বাসনা পূর্ণ হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের এবারের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে সেমিফাইনালের ফিরতি লেগে অবিশ্বাস্যভাবে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় ২৮ মে প্যারিসে ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ১৭তম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মিশন, লিভারপুল এই যাত্রায় দশম।প্যারিসের স্তাদে দি ফ্রান্স স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে রাত ১টায়। ২০০৬ সালে এ মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ফাইনালে আর্সেনালকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।
তবে এবার প্যারিসে নয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে, পশ্চিমাদের জোর দাবির মুখে ভেন্যু বদল করে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
সূত্র: মার্কা
পি এস/এন আই

