ছাত্রদের চলমান দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৯ মে) লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি ‘জনতা পার্টি বাংলাদেশ’এর পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক কারণে লন্ডনে অবস্থান করায় ভিডিও বার্তার মাধ্যমে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ২৪-এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি। আমরা কোনো ফ্যাসিস্ট মানব না, আমি দেশে ফিরে এসে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব।
তিনি আরও বলেন, বর্তমানে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ এবং দলের অন্যান্য সদস্যদের নিয়ে ছাত্রদের আন্দোলনের পাশে আছি।
এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। হাসনাত আবদুল্লাহ এ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।