
সংসারের ঝামেলা নিয়ে মাকে গালাগালি করেন ছেলে আজগর আলী। এতে বোন সোনিয়া প্রতিবাদ করলে পিটিয়ে মাথা ফাঁটানো হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে মা আনোয়ারা বেগমও আহত হন। এখন মা-মেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার (৮নং ওয়ার্ড) লামচরী এলাকায় আব্দুল হক মুন্সি গো পুরাতন বাড়িতে আজগর আলী মা-বোনকে মারধর করেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেন মা-মেয়ে। আজগর আলী ওই বাড়ির মৃত খোকনের একমাত্র ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা বেগম ঢাকা মেইলকে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর থেকে ৫ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে দুঃখ-কষ্টের করে বেঁচে আছি। মেয়েদের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলে প্রেম করে বিয়ে করেছে। বিষয়ে কিছুদিন পর থেকে আমাদের সংসারে শুরু অশান্তি। সুখ শব্দটা আমার ঘর থেকে পালিয়ে গেছে।
তিনি বলেন, ছেলে আজগর আলী আমাকে খারাপ ভাষায় গালমন্দ করে। এসময় আমার মেয়ে সোনিয়া প্রতিবাদ করে। এজন্য আজগর তার বোনকে বেদম মারধর করে। সোনিয়ার মাথা ফেটে যায়। সোনিয়াকে ঠেকাতে গিয়ে আমিও মার খায়।
এ বিষয়ে জানতে চাইলে একাধিকবার অভিযুক্ত আজগর আলীর মুঠোফোনে কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন ছিল।
রোববার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম মুঠোফোনে ঢাকা মেইল বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।