রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে খুলনা নগরীতে ছাত্রদল এক মশাল মিছিল করেছে। রবিবার রাতে নগরীর ময়লাপোতা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি নিরালা মোড় পর্যন্ত যায়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একজন নিরপরাধ ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে সারা দেশে ছাত্রদল কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
গত শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের একটি ভবনের সিঁড়িতে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি।
পুলিশের সূত্র জানিয়েছে, ঘটনার পর দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হলেও, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং আগামী সপ্তাহে ক্যাম্পাসে শোকসভা ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।
এক তরুণ ছাত্রনেতার হত্যাকাণ্ডে শোকের আবহ নেমে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়জুড়ে। রাজধানী থেকে খুলনা—সারা দেশে ছাত্রদল এখন এক দাবি তুলেছে, “জুবায়েদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে, ন্যায়বিচার নিশ্চিত করা।
পিএস/এনআই
