জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম চালু করেছে খুলনা জেলা প্রশাসন। সোমবার (৩০ অক্টোবর) রাতে খুলনা জেলা প্রশাসনের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে ২টি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, খুলনার কন্ট্রোল রুম নম্বর নিম্নে দেওয়া হল:
১.অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট :
01322-875506
২.সহকারী কমিশনার (জেএম):
01714-774586


