একসময় বাংলাদেশের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ছিলেন পিয়া বিপাশা। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী হঠাৎ করেই আড়ালে চলে যান। পরে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস শুরু করেছেন। সেখানে এক entirely নতুন জীবনে পা রাখেন তিনি।
শুরু থেকে নতুন যাত্রা
পিয়া জানান, একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে প্রেমে জড়ান এবং পরে তাঁরা বিয়েও করেন। চলতি বছরের শেষে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন করার ইচ্ছাও রয়েছে তাঁদের।
তিনি বলেন,
“বাংলাদেশে কাজ করতে গিয়ে হতাশ হয়েছিলাম। সবকিছুতেই লবিং। ভালো কিছু করার ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠেনি। মিডিয়া ইন্ডাস্ট্রিতে টিকে থাকার পরিবেশটা আমার জন্য সহজ ছিল না।”
প্রবাসজীবন ও সাফল্য
যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের জীবনধারা পুরোপুরি বদলে ফেলেছেন পিয়া বিপাশা। বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন পণ্যের প্রমোশন করে আয় করছেন। তাঁর দাবি অনুযায়ী, প্রতি পোস্টের জন্য তিনি দুই থেকে তিন হাজার ডলার পর্যন্ত সম্মানী পান।
তিনি বলেন,
“টাকার জন্যই মিডিয়ায় কাজ করতাম। এখন টাকাই ইনকাম করি, কিন্তু খরচ করার সময় পাই না। সবকিছুই এখন পেয়েছি—পরিবার, স্বামী, টাকা-পয়সা, প্রতিষ্ঠিত জীবন। তাই এখন আর কোনো স্বপ্ন নেই আমার।”
মিডিয়ায় যাত্রা ও অপূর্ণতা
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় সাড়া ফেলেছিলেন। বড় পর্দায়ও দেখা গেছে তাকে ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমায়। তবে ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে তার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সে সুযোগ হাতছাড়া হয়—সেই চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস।
শান্ত ও স্থিত জীবনে পিয়া
বর্তমানে পিয়া বিপাশা নিজের শান্তিপূর্ণ প্রবাসজীবনে সন্তুষ্ট। মিডিয়া কিংবা বাংলাদেশে ফিরে আসার কোনো ইচ্ছাও তার মধ্যে দেখা যাচ্ছে না। বরং স্বাধীন জীবন, নিজের আয় ও পরিবারই এখন তার জীবনের মূল ফোকাস।