আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে বিভিন্ন দলে চলছে প্রস্তুতি, দল সাজানো ও কৌশল নির্ধারণ। তবে বিশ্বকাপের আগে পাকিস্তান দলে সবচেয়ে বেশি আলোচনা ছিল অধিনায়ক পরিবর্তন হবে কি না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি নতুন অধিনায়ক নিয়োগ দিতে পারে। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা স্পষ্টভাবেই উড়িয়ে দিলেন বর্তমান অধিনায়ক সালমান আলি আগা।
পিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় আগা জানান, বিশ্বকাপে পাকিস্তানকে তিনিই নেতৃত্ব দেবেন। বলেন, ‘অধিনায়ক বদলের যে কথা শোনা যাচ্ছে, তা সত্য নয়। আমার নেতৃত্বেই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।’
বিশ্বকাপের প্রস্তুতি, দলের ফিটনেস এবং লক্ষ্যের ব্যাপারেও কথা বলেন তিনি। আগার মতে, দলে বড় ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বড় কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। যে কম্বিনেশন তৈরি হয়েছে, সেটাই ধরে রাখবে দল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। কঠিন গ্রুপ হলেও আত্মবিশ্বাসী আগা জানান, সবার লক্ষ্য একটাই- সেরা ক্রিকেট খেলা এবং বিশ্বকাপ জেতা।
শুধু টি-টোয়েন্টি নয়, সামনের দুই বিশ্বকাপই জেতার স্বপ্ন দেখেন তিনি। আগা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই। এগুলো আমার স্বপ্ন। সত্যি হলে দারুণ লাগবে।’


