
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন মোস্তফার মোড় সিটি বাইপাস এলাকায় সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপি গ্যাস ক্রস ফিলিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটির মালিক রেজাউল গাজীকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
একই সাথে বৈধ কোন কাগজপত্র না থাকায় বিষ্ফোরক অধিদপ্তর ফিলিং স্টেশনটি সিলগালা করেছে।
আজ শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন ডুমুরিয়া উপজেলার সহকারী
কমিশনার(ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডুমুরিয়ার সহকারী কমিশনার(ভূমি) বলেন, রেজাউল গাজী ডুমুরিয়ার বাইপাস সড়কের কাটাখাল এলাকার মান্নাত গাজীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ঝুকিপূর্নভাবে
সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাতকরণ করে আসছিলেন। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সেই সাথে কম ওজনের গ্যাস কিনে প্রতারিত হন গ্রাহকরা।
এদিকে, স্থানীয় একাধিক সূত্র জানায়, অবৈধভাবে গ্যাস ফিলিং করা বিভিন্ন ব্রান্ডের ঝুঁকিপূর্ন ৬৮টি এলপিজি সিলিন্ডারসহ একটি মিনি পিকআপ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখানে
নির্বাহী ম্যাজিষ্ট্রেট গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লিখিত আদেশ দেন।