
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রামে গতরাতে যৌথ বাহিনীর অভিযানে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর তথ্য ও জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রিপন নামের এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ৭.৬ মিমি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আইএসপিআর জানিয়েছে, রিপন বিভিন্ন হত্যা, ডাকাতি, ছিনতাই ও অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত রিপনকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও আইএসপিআর জানিয়েছে।