
খবর বিজ্ঞপ্তি
তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন, মানবিক সেবা ও সচেতনতার মূলধারায় সম্পৃক্ত করার প্রত্যয়ে খুলনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “তরুণ আলো খুলনা”। গত ১৫ই মে রোজ বৃহস্পতিবার বিকালে রূপসা মোড়ে আয়োজিত এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার্চ মানবাধিকার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার দূত খাঁন রেজাউল ইসলাম রেজা। তিনি কেক কেটে এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। ‘তরুণ আলো খুলনা’র এই উদ্যোগ একটি আশার আলো।” তিনি সর্বদা সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
উদ্বোধনী আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাওছার মিজু এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমরান খাঁন উপস্থিত থেকে তাদের বক্তব্যে তরুণ সমাজকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য দেলোয়ার হোসাইন, মীর ইয়ামিন, সকাল, সোহান, রাফি, নূর, রব্বানী, রিয়াজ, সিরাজুল সহ সংগঠনের সকল প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ। সাধারণ সম্পাদক মোঃ ইমরান খাঁন জানান, খুব শীঘ্রই “তরুণ আলো খুলনা” তাদের ধারাবাহিক সামাজিক কার্যক্রমের সূচনা করবে। তিনি মানবিক কাজে খুলনার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন।