সিলেটের পর মিরপুর টেস্টেও দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখে তারা আইরিশদের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়। চতুর্থ দিনের শেষে তাইজুলের রেকর্ড ইতোমধ্যে আয়ারল্যান্ডের ছয় উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।
শেষদিনে জিততে আইরিশদের প্রয়োজন আরও ৩৩৩ রান। অন্যদিকে বাংলাদেশ জয়ের জন্য অপেক্ষায় আছে মাত্র ৪ উইকেটের।
৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ফিফটি হাঁকানো হ্যারি টেক্টর থামেন দলের ১১৮ রানের মাথাতে। ৮০ বলে ৫০ রানের ইনিংস খেলে বিদায় নেন টেক্টর। তাকে ফেরান হাসান মুরাদ।
এরপর এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন কার্টিস ক্যাম্ফার। আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়েছে। ১৬ বলে ৭ রান করা লরকান টাকারকে ফেরান খালেদ আহমেদ। শেষ বিকেলে ৫২ বলে ১৫ রান করা স্টেফান ডোহেনিকে বিদায় করেছেন তাইজুল ইসলাম।
ক্যাম্ফারের সাথে বাকি সময় কাটিয়ে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। ক্রিজে ১৩ বলে ১১ রান করে টিকে আছেন ম্যাকব্রাইন। ৯৩ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন ক্যাম্ফার।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। টেস্টের তৃতীয় দিন সাকিবের শিকার সংখ্যাকে ছুঁয়েছেন আর এক বাঁ হাতি স্পিনার তাইজুল (২৪৬ উইকেট)। মুশফিকুর রহিমের শততম টেস্টে লক্ষ্যটা ছিল আরো বেশি কিছু। চতুর্থ দিন বালবার্নিকে এলবিডাব্লুউতে (১৩) ফিরিয়ে দিয়ে ছাড়িয়ে গেছেন তাইজুল সাকিবকে(২৪৭তম উইকেট)। প্রথম স্পেলে (৯-১-২৫-২) বালবার্নি (১৩), স্টার্লিংকে (৯) শিকারের পর তৃতীয় স্পেলে (৬-১-৭-১) ডোহানিকে (৫২ বলে ১৫) দিয়েছেন এলবিডাব্লুউতে ফিরিয়ে।
টেস্টে শিকার সংখ্যা ২৪৯-এ উন্নীত করেছেন তাইজুল। ৭১ টেস্টে সাকিবের শিকারসংখ্যা যেখানে ২৪৬টি, সেখানে ৫৭ টেস্টে তাইজুলের শিকারসংখ্যা ২৪৯। আর মাত্র ১টি উইকেট পেলে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাইজুল। ২ উইকেট তোলেন হাসান মুরাদ। এছাড়া ১ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।
দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


