শাকিব খানের ‘তাণ্ডব’-এ অভিনয় করছেন সাবিলা নূর। অনেক আগেই গুঞ্জন উঠেছিলে। মাঝে নিদ্রা দে নেহার যোগের খবরে তা ভাতা পড়ে। তবে নিদ্রাকে বাদ দিতেই ফের মাথাচাড়া দিচ্ছিল গুঞ্জনটি। এবার তা যেন সত্য হতে চলেছে। কেননা তাণ্ডবের শুটিংয়ের একটি দৃশ্য ফাঁস হয়েছে যেখানে সাবিলা নূরকে দেখা গেছে শাকিবের সঙ্গে।
‘তাণ্ডব’-এ সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন আজ সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।
এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গুঞ্জন আছে, ‘তাণ্ডব’-এ শাকিবের পাশাপাশি দেখা যাবে নিশোকেও। ৪০ সেকন্ডের একটি ক্যামিওতে থাকছেন দাগির নায়ক।
জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কোরবানি ঈদে মুক্তি পাবে