শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, ১৯৭১ সাল আমাদের স্মরনীয় বছর। আমাদের পাওয়ার আনন্দ যেমন রয়েছে পাশাপাশি হারানোর বেদনাও রয়েছে। বাঙালির জয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাংলার সূর্য সন্তানদের নিশংসভাবে হত্যা করে এ দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ধারাবাহিকতায় লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পি, কণ্ঠশিল্পী, সব পর্যায়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবী সহ সকল পর্যায়ের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতা সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
খুলনার দিঘলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম, নৌবাহিনী কন্টিনজেন্ট এন এম আজাদ, ওসি তদন্ত প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, ফায়ার সার্ভিসের সিরাজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

