দেশজুড়ে ছড়িয়ে থাকা অভিনয় প্রতিভাকে খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতাটি প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে।
প্রতিযোগিতাটির শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীন, ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে ফাইনাল রাউন্ডের এপিসোডে বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইনাল রাউন্ডের পথে এগিয়ে চলা টপ ৮ জন প্রতিযোগী শুক্রবারের পর্বে নিজেদের পারফর্মেন্স উপস্থাপন করেছেন প্রধান বিচারকদের সঙ্গে অতিথি বিচারক তিশার সামনে। প্রতিযোগীদের জন্য ছিল কঠিন সব অভিনয় চ্যালেঞ্জ, যেগুলোর মাধ্যমে তারা নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেন এবং ‘রোড টু ফিনালে’ রাউন্ডে যাওয়ার সুযোগ পান।
বড় পর্দায় সুযোগ পাচ্ছেন বিজয়ীরা
এই প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে কাজী মিডিয়া লিমিটেড। এর আওতায় তারা নিয়মিতভাবে বিভিন্ন অভিনয় মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
প্রতিযোগিতাটি সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সাইফুর রহমান সুজন এবং পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।