
‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী আব্দু রোজিককে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। ‘ছোটা ভাইজান’ নামে পরিচিতি পাওয়া এই গায়ক ও ইনফ্লুয়েন্সারের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে তার টিম ম্যানেজমেন্ট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আজ রোববার ভোর পাঁচটায় মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছান রোজিক। এরপরই তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও শোনা যাচ্ছে, চুরির অভিযোগ হাতকড়া পরানো হয়েছে রোজিকের হাতে।
এর আগে ২০২৪ সালে একবার রোজিককে জিজ্ঞাসাবাদ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। তবে দাবি করা হয়েছে সে মামলায় তাকে অভিযুক্ত হিসেবে সমন পাঠানো হয়নি।
বিগ বসের আসরে গাধা, বিপাকে সালমান খান
তাজিকিস্তানের বাসিন্দা হলেও ভারতে বেশ জনপ্রিয় রোজিক। বিগ বসের আসরে নাম লিখিয়ে এই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। রিয়েলিটি শোয়ে আসরে সালমান খানের সঙ্গে তার রসায়ন মুগ্ধ করেছিল সবাইকে।
গায়ক হিসেবেও জনপ্রিয় রোজিক। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার। ২০২২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতাদের। এবার সে দেশে মাটিতে হাতকড়া পরতে হলো তাকে।