খেলার মাঠের উত্তেজনা এখন হাতের মুঠোয়। বিপিএলের ধুমধড়াক্কা কিংবা স্প্যানিশ লা লিগার টানটান উত্তেজনার ম্যাচ, সবই এখন দেখা যাবে স্মার্টফোনে। দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম ‘আকাশ গো’ অ্যাপে এই সুবিধা নিয়ে এসেছে আকাশ ডিজিটাল টিভি।
আকাশ গো অ্যাপের মাধ্যমে বিপিএল ও লা লিগার সব ম্যাচ লাইভ স্ট্রিমিং করা যাবে। শুধু খেলাধুলাই নয়, হটস্টার স্পেশালস, জিওসিনেমা, জি এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টও উপভোগ করা যাবে এই অ্যাপে।
আকাশ ডিজিটাল টিভি মূলত ডিটিএইচ সেবা প্রদান করলেও, তাদের এই ওটিটি অ্যাপটি এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ, ডিশ কানেকশন না থাকলেও যে কেউ সাবস্ক্রিপশন নিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের সুবিধার জন্য ‘গো প্রাইম’ এবং ‘গো লা লিগা’ নামে দুটি সাশ্রয়ী প্যাক রাখা হয়েছে।
গ্রাহকরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে স্মার্টফোন ও ট্যাবে খেলা দেখতে পারবেন। এছাড়া ওয়েবে (www.akashgo.com) লগইন করেও দেখার সুযোগ রয়েছে। একটি সাবস্ক্রিপশন দিয়ে একই সময়ে সর্বোচ্চ তিনটি ডিভাইসে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।
এদিকে, আকাশ ডিটিএইচ গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে ‘আকাশ গো কম্প্যানিয়ন’ অ্যাপ। এর মাধ্যমে তারাও বিপিএল, লা লিগা এবং লাইভ টিভি চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন। দেশের দর্শকদের আন্তর্জাতিক মানের বিনোদন অভিজ্ঞতা দিতেই নতুন প্রযুক্তির এই সংযোজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত তথ্য জানা যাবে তাদের ওয়েবসাইট ও হটলাইনে (১৬৪৪২)।


