খুলনা-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আমীর এজাজ খান বলেছেন, বাংলাদেশের সব মানুষ দল-মত নির্বিশেষে মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে আমরা উতরে যেতে পারি, সে জন্য দেশের জনগণ সৃষ্টিকর্তার কাছে আকুতি করেছেন। আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।
গতকাল সোমবার বিকেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বটিয়াঘাটার সুরখালি ইউনিয়নের গড়িয়ারডাঙ্গাবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ‘ধানেরশীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার আহবান জানিয়ে তিনি বলেছেন, ব্যক্তি হিসেবে আমি অতিক্ষুদ্র। দাকোপ-বটিয়াঘাটাবাসীর খাদেম। আমি হিন্দু-মুসলিম সবার পরম আত্মীয়। সারাজীবন আমি বটিয়াঘাটা-দাকোপবাসীর সুখ-দুঃখে ছিলাম, আজীবন থাকবো ইনশাআল্ল¬াহ। আমাকে ভোট দিন, আমি সকল নাগরিক সেবা আপনাদের দ্বোরগড়ায় পৌঁছে দেবো। একমাত্র ‘ধানের শীষ’ প্রতীকেই এদেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ তাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিকু, আশিকুজ্জামান আশিক, মাসুদুজ্জামান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সিপার রুহুল, মোমেন, লিটন, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সি, রাহাত আলী লাচ্চু, অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল, সেলিম মোল্লা, টুটুল গোলদার, সালাম শেখ, ডালিম হুমায়ুন, মোল্ল¬া আফজাল হোসেন ও মোল্ল¬া মফিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান আরও বলেন, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এবং রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ‘ধানের শীষ’র মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীকে দল-মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে বোঝাতে হবে এদেশের মানুষ একমাত্র বিএনপি তথা জাতীয়তাবাদী দলের নিকট সর্বাধিক নিরাপদ।

