ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করার পর এবার কানাডা, আমেরিকা এবং ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পেয়েছে। সিনেমাটি ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় আন্তর্জাতিক থিয়েটারগুলোতে একযোগে মুক্তি পায়, যা ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে মুক্তি পাওয়ার নজির সৃষ্টি করেছে।
‘জংলি’ সিনেমার বক্স অফিসে এক অসাধারণ সূচনা হয়েছে। প্রথম ৩ দিনে কানাডা ও আমেরিকা’র বক্স অফিসে ৩৫,০০০ ডলার আয় করেছে সিনেমাটি। এই সফলতার খবর প্রকাশ করেছেন স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব, যিনি ফেসবুকে তার পোস্টে উল্লেখ করেছেন, গতবারের ‘প্রিয়তমা’ সিনেমার তুলনায় ‘জংলি’ ভালো সাড়া পাচ্ছে।
তিনি লেখেন, “প্রিয়তমা’র আয় মনে আছে সবার? ‘জংলি’ সেখানে ৩৩ হল থেকে আয় করেছে ৩৫,০০০ ডলার, যা এক চমৎকার সূচনা।” তিনি আরও বলেন, ‘জংলি’ দর্শকদের মধ্যে এমন এক মায়ার সৃষ্টি করেছে, যা ‘প্রিয়তমা’-র মতোই অশ্রুসজল চোখে হল থেকে বের হওয়ার অনুভূতি তৈরি করছে।
এছাড়া, ‘প্রিয়তমা’ সিনেমাটি শেষ পর্যন্ত ১৩২,০০০ ডলার আয় করেছিল, তবে ‘জংলি’ কেমন পারফরম্যান্স করবে তা সময়ই বলে দেবে। প্রথম সপ্তাহের আয় থেকেই বোঝা যাবে, সিনেমাটি কিভাবে চলতে থাকবে এবং এটি ১০০,০০০ ডলার ক্লাবে স্থান নিতে পারবে কিনা।
বর্তমানে, কানাডা, আমেরিকা এবং ইউকে’র থিয়েটারগুলোতে সিনেমাটি বক্স অফিসে লড়াই করছে, এবং টরন্টো ও নিউ ইয়র্ক-এর মধ্যে শীর্ষস্থান নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে।
‘জংলি’’র এই দারুণ সূচনা, বক্স অফিসে সাফল্য, এবং উত্তর আমেরিকায় প্রশংসা দেখে মনে হচ্ছে এটি এক বিস্ময়কর যাত্রা হতে যাচ্ছে।