খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাক’র খুলনা ব্যুরো প্রধান এনামুল হক এর মাতা ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আইয়ূব হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৭৪) আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব খুলনা টাউন জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ১০ টায় মরহুমার নিজ গ্রাম মাগুরা জেলার শালিকা উপজেলার বুনোগাতি গ্রামের স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক এনামুল হক এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

