নগরীতে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার বাসিন্দা রফিক গাজীর ছেলে।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
