করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চরম মূল্যস্ফীতি এবং আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপ অর্জন। রানি এলিজাবেথ, ব্রাজিলের ফুটবলার পেলে, শিনজো অ্যাবেকে হারানোর বছর। এসবের মাঝেই শনিবার শেষ হচ্ছে ইংরেজি নববর্ষ, ২০২২ সাল। নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বের ৮০০ কোটিরও বেশি মানুষ।
বিশ্বে সবার আগে নতুন বছরের ছোঁয়া লাগে অস্ট্রেলিয়ায়। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে কয়েক মাস ধরে নেওয়া হয়েছে প্রস্তুতি। এখন শুধু অপেক্ষা সিডনি হারবারের ঐতিহ্যবাহী আলোর ছটা দেখার। করোনা সংক্রমণ লাগাম টানার পর এবার আরও জাঁকজমকপূর্ণ হবে এই আয়োজন।
অস্ট্রেলিয়ায় সীমান্তগুলো খুলে দেওয়ায় সিডনির বর্ষবরণ আয়োজনে ১০ লাখের বেশি মানুষ সরাসরি এবং ৫০ লাখ মানুষ টিভি কিংবা অনলাইন মাধ্যমে তাদের আয়োজনে অংশ নেবে বলে প্রত্যাশা কতৃপক্ষের।
ইংরেজী নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইসস্কয়ারের নিউ ইয়ার ইভের আয়োজন। করোনার প্রকোপ কমায় এ বছর জোরেশোরে চলছে উৎসবের প্রস্তুতি। কাউন্টডাউনের জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল।
ইউরোপের দেশ যুক্তরাজ্যের অন্যতম আকর্ষণ হলো বিগ বেনের ঘড়ি। প্রতিবছর নতুন বছরের প্রথম প্রহরে বেজে উঠে ঘড়িটি। তবে ২০১৭ সালে সংস্কারের জন্য ৪ বছর বন্ধ ছিলো বিগ বেন। এবার ২০২৩ সালের প্রথম প্রহরে আবারও বেজে উঠবে ঘড়িটি।
নিজস্ব ঐতিহ্য মেনে পুরনো বছরকে বিদায় জানাতে প্রস্তুত পেরুর সামান গোত্রের মানুষ। লিমা থেকে দূরের এই পাহাড়ে নেচে গেয়ে নতুন বছরের শুভ কামনা জানাতে ব্যস্ত সময় পার করছেন তারা।
নতুন বছরের জন্য শুভকামনা জানাতে দুই দশক ধরে বণিল মেলার আয়োজন করে আসছে পেরুর আদিবাসীরা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নতুন বছরে সকলের জন্য সৌভাগ্য কামনায় আচার অনুষ্ঠান চালাচ্ছে তারা।
এদিকে অনেক ইউক্রেনীয় হয়তো মোমবাতি প্রজ্জ্বলন করে নতুন বছরকে স্বাগত জানাবেন। তবে এবারও অনাড়ম্বর হচ্ছে তাদের নববর্ষ উদযাপন।
ভ্লাদিমির পুতিনের রাশিয়াতেও জমকালো নববর্ষ উদযাপনের তেমন আগ্রহ নেই অনেকের। মেয়র সের্গেই সোবিয়ানিন বাসিন্দাদের নববর্ষ কীভাবে উদযাপন করবেন সে বিষয়ে ভোট দিতে বলার পর মস্কো তার ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী বাতিল করেছে।
কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম বহু দেশে করোনায় মৃত্যু নিয়ন্ত্রণে এনেছে। ঠিক এ সময়ে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে চীনে। চীনের সরকার জিরো কোভিড পলিসি শিথিল করার পরপরই হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড়। সুতরাং নববর্ষ উদযাপনের তেমন কোনো আভাস মিলছে না দেশটিতে। বাণিজ্যিক হাব সাংহাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বিখ্যাত বান্ড ওয়াটারফ্রন্টে কোনও আনুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে না এবার।
পিএসএন/এমঅাই



