খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম বলেছেন, ‘আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।’
রোববার সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে কেএমপি।
শফিকুল ইসলাম বলেন, ‘মোড়গুলোতে যততত্র পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে যাত্রীরাও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এ জন্য সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’
এ সময় কেএমপি’র পুলিশ পরিদর্শকগণ, ট্রাফিক সার্জেন্টসহ ইজিবাইকচালক, সিএনজিচালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

