খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুর পর জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণ প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া এদেশের সবচে জনপ্রিয় নেতা। বাপ্পী বলেন জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ আবার নতুন ভাবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। ১২ ফেব্র“য়ারি নির্বাচনের মাধ্যমে যা পূর্ণতা পাবে।
তিনি গতকাল সোমবার বিকেলে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মাদ্রাসা মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন নির্বাচন পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন। বিএনপি’র এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে। নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা অবহেলিত থাকবে না। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে।
শামীম জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কে এম আশরাফুল আলম নান্নু, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এড. একরামুল হক বিশ্বাস, জিন্নাত আলী সানা, আব্দুল মজিদ সানা, এস এম রেজাউল করিম, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আবুল বাশার বাচ্চু, হাবিবুর রহমান মোল্লা, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, রাজিব নেওয়াজ, জিএম রুস্তম আলী, আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, সোহেল গাজী, খানজাহান আলী গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, হাফেজ আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান হেলালী। অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো মানুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।


