
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে সাতটি নৌকাসহ ১৮ জেলেকে আটক করা হয়েছে । বৃহস্পতিবার (৮ জুন) সকালে সুন্দরবনের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির বনরক্ষীরা কাতলেশ্বর খাল থেকে তাদের আটক করে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির বনরক্ষীরা কাতলেশ্বর খাল এলাকায় অভিযান চালিয়ে সাতটি নৌকাসহ ১৮ জেলেকে আটক করে। সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে জেলেরা বনে প্রবেশ করে মাছ ধরছিল।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, দূর্গম এরিয়ার মধ্যে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ও জলযানের সংকট থাকায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে সমস্যায় পড়তে হয়। এ কারনে অসাধু জেলেরা মাঝে মধ্যে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার করে। তবে সুন্দরবনে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।