
আসাদুজ্জামান মিলন, শরণখোলা
চলমান নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধ প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার সময়ে চার দূর্বৃত্ত কে আটক করেছে বন বিভাগ। রবিবার (২ জুলাই) দুপুরে নিয়মিত টহল কালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের বনরক্ষীরা তাদের আটক করে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব জানান, নিয়মিত টহলে থাকা বনরক্ষীরা কচিখালী অভয়ারণ্যের পক্ষীর চর সংলগ্ন আইলসার খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৪ দূর্বৃত্ত কে হাতে নাতে আটক করে।
আটককৃত দূর্বৃত্ত রাসেল (৩০), পিতা – শেখ তৈয়ব, সুমন (২৮), পিতা- আইয়ুব আলী, মোঃ জুয়েল (৩২), পিতা- মজিবর রহমান ও রনি খান (২৭) পিতা- মোঃ মনির খাঁনের বাড়ি বরগুনা সদরের নিশানবাড়িয়া গ্রামে।
তাদের কাছ থেকে বিষের ২ টি বোতল, বিষ দিয়ে ধরা মাছ ও একটি জাল জব্দ করা হয়েছে।
আটক দূর্বৃত্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে বলে জানান তিনি।