
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা ছিল শনিবার। এর মধ্যেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিসিবিতে সভাপতি ফারুক আহমেদের অবস্থান নড়বড়ে। তাকে পদত্যাগ করতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
এসব নিয়ে চর্চার মধ্যে খবর এসেছে, শনিবারের পূর্বনির্ধারিত বোর্ড পরিচালকদের সঙ্গে সভা স্থগিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সভা স্থগিত হলেও এদিন বিসিবিতে আসবেন সভাপতি এবং তার অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমে কথাও বলতে পারেন তিনি।
ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে বিসিবি সভাপতি ফারুককে পদত্যাগ করতে বলা হলে তিনি কিছুটা সময় চান। পরে কিছু সংবাদ মাধ্যমকে ফারুক জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। কারণ তিনি বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত সভাপতি।
সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালক হন ফারুক। পরে বিসিবি সভাপতির দায়িত্ব পান। তবে সরকার চাইলেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারবে না। জোরপূর্বক অব্যাহতি দিলে তা সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। এতে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট।
জানা গেছে, বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার ও আইসিসির সঙ্গে কাজ করা আমিনুল ইসলাম বুলবুলকে পছন্দ সরকারের। বিষয়টি নিশ্চিত করে বুলবুল সমকালকে জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কাজও করতে আগ্রহী। তবে নির্বাচক পর্যন্ত দায়িত্ব নিতে চান আমিনুল। নিজে নির্বাচনে অংশ নেবেন বলেও জানিয়েছেন।