ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জার পুরোনো এক ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি পাকিস্তানি অভিনেতা আদনান রিয়াজ ফাওয়াদ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করছেন, যা কিছু দর্শকের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দিয়া বলেন, “ফাওয়াদ একজন অসাধারণ পারফর্মার এবং অত্যন্ত মার্জিত মানুষ। তার অভিনয়ে একটি গভীরতা রয়েছে, যা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি।” মন্তব্যটি এখন নতুন করে আলোচনায় এসেছে।
এই ভাইরাল মন্তব্য ঘিরে কিছু ভারতীয় ব্যবহারকারী প্রশ্ন তুলছেন, পাকিস্তানি শিল্পীদের নিয়ে প্রকাশ্যে এমন প্রশংসা কতটা যুক্তিযুক্ত। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এমন মন্তব্য রাজনৈতিক ও সামাজিকভাবে সংবেদনশীল হতে পারে।
তবে অন্য একপক্ষ বলছে, শিল্প ও সংস্কৃতির জগৎ রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত। অভিনেতা-অভিনেত্রীরা যদি কেবলমাত্র তাদের প্রতিভা ও কাজের ভিত্তিতে মূল্যায়িত হন, তবেই একটি বিশ্বজনীন সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে।
এখনও দিয়া মির্জা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।