ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ঘিরে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। এই উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার মালয়েশিয়া সফর বাতিল করেছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এ ব্যাপারে একটি বিবৃতি দিয়ে জানান, পাকিস্তান এই সময় কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং মালয়েশিয়া তার সঙ্গে পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শাহবাজ শরিফ আগামী শুক্রবার, ৯ মে মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার কথা ছিল। তবে উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে, শাহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন যে, চলতি বছর পরের দিকে তিনি আবারও মালয়েশিয়ায় সফর করবেন।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি সোমবার ইসলামাবাদ পৌঁছেছেন সরকারি সফরে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তান তার বন্ধুপ্রতীম দেশগুলোকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে এবং এই সংকট মোকাবেলায় তাদের সহায়তা আশা করছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় নাগরিক এবং এক নেপালি পর্যটক প্রাণ হারান। এই ঘটনার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, এবং দুই দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকায় গোলাবিনিময় অব্যাহত রয়েছে।