খুলনায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। একই সাথে খুলনা-১ আসনে বিএনপি নেতা জিয়াউর রহমান পাপুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করা হয়েছে। গতকাল বিকেলে খুলনার সাচিবুনিয়ার মোড়ে এসব কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান পাপুলের অনুসারীরা। বিকেল তিনটা থেকে সাচিবুনিয়ার মোড়ে আসতে শুরু করে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও পাপুল সমর্থকরা। পরে আছরের নামাজ বাদ শুরু হয় দোয়া। এতে অংশ নেন বিএনপি নেতা ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল। দোয়ায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সাফল্য ও তার উপর আওয়ামী সরকারের আমলে যে নির্যাতন করা হয়েছে তা তুলে ধরে সুস্থতা কামনা করেন।
দোয়া শেষে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জিয়াউর রহমান পাপুলকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করে তার অনুসারীরা। এ সময় বিভিন্ন প্ল¬াকার্ড হাতে মনোনয়নের দাবি তুলে শ্লোগান দিতে থাকেন তারা। সাচিবুনিয়ার মোড় থেকে গণমিছিল শুরু হয়ে খুলনার জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দলের প্রতিটি আন্দোলনে জিয়াউর রহমান পাপুল ছিলেন সামনের সারিতে। স্বচ্ছতার সাথে বিএনপি’র রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে জিয়াউর রহমান পাপুল। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ এলাকার মানুষ তাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। তাই খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন জিয়াউর রহমান পাপুলকে দিতে হবে বলে জানান তারা।
তারা বলেন, মাঠে যারা কাজ করে, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেশি, মনোনয়ন তাদেরই পাওয়া উচিত। তাই চেয়ারপারসন ও মহাসচিব এই দাবি বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, বটিঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, জলমা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাকিল হুসাইন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা নুপুর, সিনিয়র সহ-সভাপতি রেহেনা ইসলাম,জলমা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার আকন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা হাওলাদার, আমিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন, সুরখালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদ কামাল,সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক আজগর আলী, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সফিক মৌলঙ্গী, সদস্য সচিব কবির আকুঞ্জি, সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ইমরান আহম্মেদ, সদস্য সচিব পলাশ মহলদার, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিয়ার রহমান প্রমুখ।
এর আগে গত ৪ ডিসেম্বর নতুন করে আরো ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সে সময় খুলনা-১ আসনে আমির এজাজ খানকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই নানা ভাবে মনোনয়নের জন্য দাবি জানিয়ে আসছে জিয়াউর রহমান পাপুলের অনুসারী ও স্থানীয়রা।

