
শনিবার রাতে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়ের ব্যবধান। ম্যাচের শুরুতে আশরাফ হাকিমিকে দিয়ে গোল করান দেজাইর দুয়ে, তারপর নিজেই দুই গোল করেন এই তরুণ তারকা। এরপর খভিচা আর বদলি খেলোয়াড় সানি মায়ুলু বাকি কাজ সেরে দেন।
এদিকে পিএসজি চ্গযাম্তপিয়ন্স লিগ জিতলেও দলে নেই কিলিয়ান এমবাপে। গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। ইউরোপের সবচেয়ে বড় ট্রফি জেতার স্বপ্ন পূরণের লক্ষ্যেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০২০ সালের ফাইনালে পিএসজি যখন বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারে, তখন দলে ছিলেন এমবাপে।
কিন্তু এবার চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দৌড় থেমে গেছে কোয়ার্টার ফাইনালে, আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে। আর পিএসজি ঠিক সেই বছরেই প্রথমবার ইউরোপ সেরার মুকুট জিতেছে।
পিএসজির জয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে এমবাপে লিখেছেন, “অবশেষে সেই দিনের দেখা মিলল। জয়, আর ক্লাবের স্টাইলে! অভিনন্দন পিএসজি।”
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে পিএসজি মিডফিল্ডার ভিতিনহা বললেন, “এই ট্রফি মানে আমাদের সমর্থকদের কাছে সবকিছু। এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। অনেক কারণেই আমরা এটা জিততে চেয়েছিলাম, এটা আমাদের স্বপ্ন, সবার স্বপ্ন, আমারও স্বপ্ন। আমরা তা করতে পেরে খুবই আনন্দিত। অবিশ্বাস্য একটা মুহূর্ত।