হোয়াটসঅ্যাপ এখন এক ক্লিকে তারিখ ধরে চ্যাট সার্চ করার ফিচার আনতে চলেছে। এই ফিচার নিয়ে দুই বছর আগে কাজ শুরু করেও থামিয়ে দিয়েছিল। পুনরায় ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন বলছে, বিশেষ করে এই ফিচার কাজে আসবে কোনও চ্যাটে প্রথম কী কথা হয়েছিল তা খুঁজে পেতে। এর জন্য সার্চ বারে একটা ক্যালেন্ডার আইকন জুড়ে দেওয়া হবে, সেটায় ক্লিক করলেই কেল্লা ফতে?
দুঃখের বিষয় হচ্ছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে না। কেবল আইফোন ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন।
ইতিমধ্যে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি বেটা টেস্টারদের নিয়ে একটা ট্রায়ালও দেওয়া হবে বাজারে ফিচার ছাড়ার আগে।


