প্রবাসী ও ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টালভোটবিডি’ অ্যাপ উন্মোচন করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টালভোটবিডি’ উদ্বোধন অনুষ্ঠানে এ অ্যাপ উন্মোচন করেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির উর্ধতন কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক রাজনৈতিকবিদরা উপস্থিত আছেন। এসময় মিশর, জাপান ও কেনিয়া থেকে কয়েকজন প্রবাসী ভোটার ভোটদানের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতোদিন প্রবাসীরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে তা দূর হলো। আমরা সংশ্লিষ্ট সকলকে সঙ্গে এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। তিনমাসের কিছু বেশি সময় নিয়ে মোবাইল অ্যাপ তৈরির মতো একটি কাজ আমরা সম্পন্ন করেছি। এটিকে আমরা দূঃসাহসের সঙ্গে বিবেচনা করছি। এটি একটি আইটি সাপোর্টেড সিস্টেম। যেটি ভোট প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া অনলাইন আর প্রদানের কার্যক্রম ম্যানুয়েল।
জানা যায়,২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে। ইউরোপের ৪২ টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। আর মধ্যপ্রাচ্যের (সৌদি আরব ছাড়া) বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটারকে নিবন্ধন করতে হবে ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশ ও অন্যরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে প্রবাসে ব্যালট পেপার পাঠানো শুরু করে ১৬ থেকে ২৮ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে ইসির।


