মাননীয় প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল হতে প্রদত্ত আর্থিক সহায়তার ২ লক্ষ টাকার অনুদানের চেক খুলনা প্রেসক্লাবের সদস্য ফটো সাংবাদিক এম এ হাসানকে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাব আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে এই চেক সাংবাদিক এম এ হাসানের হাতে হস্তান্তর করেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, হারুন-অর-রশীদ, আব্দুল মালেক, দেবব্রত রায়, ক্লাবের ইউজার সদস্য আশরাফুল ইসলাম নূর, মোঃ মেহেদী হাচান, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, তুফান গাইন, ফটো সাংবাদিক সগর সরকার, আব্দুল রাজ্জাক, শান্ত শেখ, জাহেদ আকন, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’কে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ পরিদর্শণ করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই হল রুম সম্পর্কে তাঁকে অবহিত করেন। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’ এধরনের একটি ব্যংকুয়েট হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় খুলনা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং এই হল রুম নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
