খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজয় করছেন এ দেশের নারীরা। পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও সমভাবে অবদান রেখে চলেছে। দেশের মোট জনশক্তির অর্ধেকই নারী। এ নারীরা যদি উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না হতো, উৎপাদনের চালিকাশক্তি না হতো তাহলে দেশ এগিয়ে যেত না। নারীর অগ্রগতি, নারীর ক্ষমতায়নের বিষয়টি উপলব্ধি করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। নারীরা আজ তাদের স্ব স্ব যোগ্যতায়, মেধায়, মননে এগিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তিরূপে নারী ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নারী-পুরুষ সমান অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশের সব গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ রয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আগামীতে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে। তাই আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন ও নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।গতকাল শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সংসদের সদস্য অধ্যা. রুনু ইকবাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন ইলিয়াস ও সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি । এ সময়ে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের বলাকা রায়, জেসমিন সুলতানা সম্পাদক, মনোয়ারা বেগম, জাহানারা সিরাজ, লুৎফুন নাহার লিলি, কোহিনুর রাজ্জাক, কবিতা ওসিরন, শাহানা ভানু, শাহানারা বেগম, রেশমা বেগম, লাকি আক্তার, কবিতা আহমেদ, আছমা বেগম, সৈয়দা হেনা বেগম, সাবিনা ইসলাম আঙ্গুর, তামান্না ইসলাম, রাশিদা হক মুক্তা, এড রোজিনা, এড রেহানা, রানা চৌধুরী, টুকু মিত্র, খাদিজা বেগম, রেহানা পারভীন সহ সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

