প্রেস বিজ্ঞপ্তিখুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতীর জনকের কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসক নয়, তিনি জনগণের সেবক হিসেবে দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। উন্নয়নের সাফল্য তুলে ধরে সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজ পদ্মাসেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল সহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষ আজ মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ৫১টি নাগরিক সুবিধা পাচ্ছেন। বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।’এমপি বলেন, ‘জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। যার কারণে বঙ্গবন্ধু কন্যা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। দেশের কওমি মাদ্রাসাগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। মাদ্রাসা পর্যায়ে শিক্ষাব্যবস্থায় সমমান দিয়েছেন।’প্রধান অতিথি বলেন, ‘সড়ক-মহাসড়ক, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন দেখে দেশের জনগণ বুঝে গেছে সুষ্ঠভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনা’র সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমজনতা শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’শনিবার (২৩ সেপ্টেম্বর) রূপসায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় পূর্ব রূপসা ব্যাংক চত্ত্বরে বাগমারা বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।বাগমারা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসেন লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সাবেক জেলা আ’লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, আ’লীগ নেতা মোঃ আকতার হোসেন খান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান শেখ, আ’লীগ নেতা আলহাজ¦ শাহাজান শেখ, রূপসা উপজেলা হাট-বাজার সমন্বিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ।বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগ সদস্য মোঃ হারুন মোল্লা, মোঃ ফরিদ শেখ, আজমল ফকির, মোঃ মামুন শেখ, নাজির শেখ, মেহেদী হাসান, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন, সামছুল আলম বাবু, সাইফুল ইসলাম শাওন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ মঈন উদ্দিন, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আরিফুল রহমান, সাধারণ সম্পাদক এসএ করিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কাজল, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা অঞ্জন, এসএম রিয়াজ আহমেদ, মোঃ হুম্য়াুন কবির, নোমান সৈকত প্রমুখ। এর আগে নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান নৈহাটী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল।এর পর সংসদ সদস্য রূপসা উপজেলার থানার মোড় টু খাজাডাঙ্গা রহমত মাস্টার হাউস ভায়া মান্নান চেয়ারম্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী এলাকায় এমদাদ আলী দ্বীনি মাদ্রাসার উদ্বোধন করেন। মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাবেক জেলা আ’লীগ সদস্য ফ ম আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক সরদার। বক্তৃতা করেন ইউপি সদস্য রিনা পারভীন, শেখ আব্দুস সালাম প্রমুখ।পরে সংসদ সদস্য শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। শ্রীফলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ^াষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আ’লীগ নেতা অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সরকারি বঙ্গবন্ধু কলেজ সাবেক অফিসার ইনচার্জ সরদার ফেরদৌস আহমেদ, সবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, সাবেক শ ম জাহাঙ্গীর, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ ফারুক মোল্লা, আ’লীগ নেতা সরদার মনিরুজ্জামান (জামান), আলম হাওলাদার, আলম সরদার, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন, মহিউদ্দিন মানিক, ফরিদ আহমেদ, কৃষক লীগ নেতা ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, ইউপি সদস্য রিনা পারভীন, রাবেয়া বেগম, শিরিনা আক্তার, স্বে”্ছাসেক লীগ নেতা গফ্ফার মল্লিক, নাজিম মোড়ল, ছাত্রলীগ নেতা শাফিরুল ইসলাম হিমেল, এসএম রিয়াজ আহমেদ, জুয়েল সরদার, সাব্বির আহমেদ, মোঃ রাসেল, নোমান সৈকত, মোঃ মাঈনুল ইসলাম প্রমুখ।#

