খবর আগেই মিলেছিল। এবার মুম্বাইতে বাগদান সেরে ফেললেন আমির খানের কন্যা ইরা খান। প্রেমিক নুপূর শিখরের সঙ্গে আংটি বদল সারলেন তিনি। সামাজিক মাধ্যমে দুজনের যুগল ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা।
এ দিন লাল অফ শোল্ডার গাউনে সেজেছিলেন ইরা। সঙ্গে মানানসই গয়না। পাশে নুপূরকে দেখা গেল কালো স্যুটে। মেয়ের বিশেষ দিনে সেজেগুজে উপস্থিত ছিলেন বাবা আমির খান, মা রীনা দত্ত ও দাদি জিনাত হুসেন। এসেছিলেন আমিরের ভাগ্নে ইমরান খানও। ইরার বাগদানে দেখা মিলেছে সৎ মা কিরণ রাও ও সৎ ভাই আজাদেরও।
গত সেপ্টেম্বরে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নুপূর। ইটালির ‘আয়রনম্যান’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানেই ইরাকে প্রোপোজ করেন তিনি। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে ইরার প্রতি তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, আমাকে বিয়ে করবে? ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি আমির-কন্যা।
আংটিটা ইরার আঙুলে পরিয়ে দিয়ে তাকে সবার সামনেই চুম্বন করেন নুপূর। সুপারস্টারের মেয়েকে সম্পূর্ণ ফিল্মি কায়দায় প্রোপোজ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কমেন্টে শুভেচ্ছা জানান ইরার চর্চিত হবু সৎ মা ফতিমা সানা শেখ।
ইরার ফিটনেম কোচ ছিলেন নুপূর। আগের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর নূপুরকে ডেট করছেন তিনি। তবে কোনোবারই প্রেমটা কারও থেকে লুকিয়ে রাখেননি তিনি। ইরা বা তার পরিবারের প্রতিটি অনুষ্ঠান, গেট টুগেদারেই বিশেষ অতিথি হয়ে আসেন নুপূর।
মাস কয়েক আগে ইরার জন্মদিনের পার্টিতে আলাদা করে নজর কেড়েছিলেন নূপুর। পানির মধ্যে প্রেমিককে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন ইরা। শুধু তাই নয়, সৎ মা কিরণ রাওকেও দেখা গিয়েছিল পুলের জলে ইরার সঙ্গে ছবি তুলতে। সব মিলিয়ে দুই পক্ষকে নিয়েই পার্টিতে মেতেছিলেন আমির।