মুঠোফোনের আসন্ন ৫জি পরিসেবা চালু হলে আকাশপথে বিমান চালনায় উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি এয়ারলাইন্স।
বিবিসি সূত্রে জানা গেছে, ভেরাইজন ও এটিঅ্যান্ডটি আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে ৫জি মুঠোফোন পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে।
এয়ারলাইন্সগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এখনই এই সেবা শুরু হলে তা বিমানখাতে ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ কারণ হয়ে দাঁড়াতে পারে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ৫জি’র সি-ব্যান্ড সিগন্যালের কারণে উড়োজাহাজের দিক নির্দেশনা তথা পথ চলার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় ব্যবহৃত পদ্ধতিগুলোতে তা হতে পারে।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপকে চিঠি দিয়ে এ বিষয়ে সতর্কবার্তা জানিয়েছেন তারা। এতে বলা হয়েছে, বিমানযাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও টিকাসহ জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হওয়ার হাত থেকে রক্ষার জন্য এখনই জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহীসহ যুক্তরাষ্ট্রের বিমানখাতের শীর্ষ কর্মকর্তারা এ আহ্বান জানিয়েছেন।
পিএসএন/এমঅাই



