
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে বাগেরহাট জেলা পর্যায়ে শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা বাগেরহাট বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ কে ২-১ গোলে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ জয়ের মাধ্যমে তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ লাভ করলো বলে জানিয়েছেন শরণখোলা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক বাবুল দাস।