খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি’র শীর্ষ নেতারা শুধু মিথ্যাচার করছে। তিনি বলেন, ওরা কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। মিথ্যাচার করে জনগণকে বোকা বানানো যাবে না।
সালাম মূর্শেদী বলেন, বাংলাদেশ উন্নয়নের এক অনন্য উদাহরণ। আর এ উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি পুণরায় মাথা চাড়া দিয়ে উঠেছে। ওদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত দিনের সকল বিরোধ ভুলে গিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশে উন্নয়ন ত্বরান্বিত হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
গতকাল শুক্রবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের উন্নয়ন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল’র সভাপতিত্বে ও গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খাঁন নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আনসার আলী।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান তারেক, উপজেলা যুবলীগ নেতা মোঃ হামিম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল-আমিন, সহ-সম্পাদক হাসান মাহমুদ রাকিব, ইয়াদুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আলমগীর কবির, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, মহিলা লীগ নেতা নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, উপজেলা ছাত্রলীগ নেতা প্রিন্স রায়, ইউপি সদস্য মোঃ খোকন, মোঃ রানা, সাবেক ইউপি সদস্য বুলু শেখ, মোঃ হায়দার, সাহাববুদ্দিন, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, সেলিম মোল্লা, মিশকাত হোসেন প্রমুখ। এর আগে সংসদ সদস্য দুপুর ১২টায় গাজীরহাট মাঝিরগাতী এলাকায় ৪ কোটি টাকা ব্যয়ে মূল সড়কের কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু তারক সাইফুল্লাহ কামাল, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার সরকার, ঠিকাদার জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য মোল্লাডাঙ্গা মাদ্রাসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দিনব্যাপী কর্মসূচিতে এমপি’র সফরসঙ্গী ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ইলিয়াস শেখ, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, আ’লীগ নেতা মোঃ ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু, আজমল ফকির, সাবেক জেলা যুবলীগ সদস্য মোঃ হারুন মোল্লা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন, রূপসা উপজেলা যুবলীগ সদস্য সামছুল আলম বাবু, যুবলীগ নেতা মোঃ ফরিদ আহমেদ, ছাত্রলীগ নেতা এসএম রিয়াজ আহমেদ, মোঃ রাসেল শেখ, নোমান সৈকত প্রমুখ।

