কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন তিনি। দুর্দান্ত অভিনয়ের কারণেই এই জনপ্রিয়তা তার।
যশের ভক্ত-অনুরাগী কেবল তার নিজ দেশেই নয়। দেশ পেরিয়ে বাংলাদেশেও অনেক ভক্ত রয়েছে। সেই সব ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে প্রিয় তারকাকে নিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে থাকেন। তবে খুব কমই দেখা যায় তারকারা ভক্তদের সম্পর্কে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
এদিকে যশ একদমই ব্যতিক্রম। ভারতীয় এই অভিনেতা এবার বাংলাদেশি ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় ফেসবুকে ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে সেই ভালোবাসা প্রকাশ করেন তিনি।
যশ একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় স্ত্রীকে পাশে নিয়ে বসে আছেন তারকা স্বামী। আর তার পেছনে কয়েকজন নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন। মূলত তারা বাংলাদেশি ও ইতালির মানুষ।
তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, “সীমানা ছাড়িয়ে গেছে তোমাদের ভালোবাসা। আমি তা দু’হাত মেলে গ্রহণ করেছি। কাজের পরও সময় দেয়ার জন্য এবং আমাদের মুহূর্তটা বিশেষ করে তোলার জন্য বাংলাদেশ ও ইতালির ভক্তদের প্রতি অনেক ভালোবাসা আমার।”
অভিনেতার এ পোস্টে অনেক বাংলাদেশি ভক্তরা মন্তব্য করেছেন। ভক্তরা তারকার এই পোস্টের প্রশংসা করছেন। অনেকে আবার বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন যশকে।
পিএসএন/এমআই



