
মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার খুলনায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। এ অঞ্চলের উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার করেনি। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইটি পার্ক, ভৈরব সেতু, খুলনা-মোংলা রেললাইন ও রূপসা রেল সেতুসহ আরো অসংখ্য উন্নয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে অনেক উন্নয়ণ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা শুধু আ’লীগে নয় ১৭ কোটি মানুষের শক্তি এবং সম্পদ। তিনি বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত, সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছেন। যা সারা বিশ্বে নন্দিত হয়েছে। বাংলাদেশের বিশ্ব জয়ের স্বপ্ন সারথীর নাম শেখ হাসিনা। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর প্রাণবন্ত করতে সকলকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফরকে সফল করার লক্ষ্যে সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগের বিশেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মাহাবুুবুল আলম বাবলু মোল¬া, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর আনিছুর রহমান বিশ^াস, কাউন্সিলর আমেনা হালিম বেবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, চ ম মুজিবর রহমান, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল¬াহ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শেখ হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, মোঃ ফয়েজুল ইসলাম টিটো, মোঃ নজরুল ইসলাম তালুকদার, মোঃ আযম খান, মুন্সি মোঃ সেলিম হোসেন, অহিদুল ইসলাম পলাশ, মোঃ শিহাব উদ্দিন, বিপ্ল¬ব সাহা লব, মোঃ জিলহাজ¦ হাওলাদারসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।