বাংলাদেশ থেকে আইসিটিসহ (তথ্যপ্রযুক্তি) বিভিন্ন পেশায় কর্মী নিয়োগের জন্য বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে ইতোমধ্যেই বাহরাইনে বিপুল পরিমাণ বাংলাদেশির কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ার দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের আধুনিক শহর মানামায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। সেই সঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
এ দিন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে দেশটির প্রার্থীকে সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। একই সময় পররাষ্ট্রমন্ত্রীও ফোরামের বাহরাইনের প্রার্থীর প্রশংসা করেন।
পরে দুই পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। এছাড়াও করোনা মহামারির কারণে আটকে পড়া প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং পর্যটকদের জন্য ভিসা সহজ করাসহ দু-দেশের বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোকপাত করেন।
এ দিন পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাহরাইনের মানামায় বাংলাদেশ কমিউনিটি স্কুলের জন্য দেশটির সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। একই সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে বাহরাইন সফরের জন্য ধন্যবাদ জানান।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে পশ্চিম আফ্রিকার দেশটিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবারের এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সফরকালে ১৮-১৯ নভেম্বর, ২০২২ অনুষ্ঠিতব্য মানামা সংলাপেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
