গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৩খ্রি. সোমবার, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা শাখা পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতালের উদ্যোগে প্রসূতি ও গাইনী রোগীদের জন্য নির্ধারিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিপুল সংখ্যক প্রসূতি ও গাইনী রোগীদের বিনামূল্যে চিকিৎসা,ঔষধ প্রদান ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।
চিকিৎসা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. কে পি দাস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা হুদা সুইটি, ডা.কানিজ ফাতেমা পাপড়ি, আবাসিক সার্জন ও খুলনা বিএমএ’র কার্যকরী পরিষদের সদস্য ডা. ডলি হালদার, বিনোদিনী স্মৃতি হাসপাতালের মেডিকেল অফিসার ডা.রুবাইয়া ইয়াসমিন।
খুলনা বিএমএ এর সভাপতি ডা. শেখ বাহারুল আলম মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ এর সার্বিক তত্ত¡াবধানে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএমএ এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মোঃ মহিবুল হাসান খান (লিংকন)।


